
ডেস্ক নিউজ : মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অভিবাসীর দেশ। নিউইয়র্ক শহর এবং এর মেট্রোপলিটন এলাকা দেশটির অভিবাসনের প্রধান প্রবেশদ্বার। নিউইয়র্কে প্রায় ৮০০ ভাষার প্রচলন আছে। ভাষাগতভাবে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় শহর নিউইয়র্ক। কিন্তু কিছু সংখ্যক বাংলাদেশি ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বলা যায়, অবগতই নন অন্য ভাষাভাষীর মানুষ।
প্রচলিত আছে, টাইমস স্কয়ারে আপনি যদি কিছুক্ষণ দাঁড়ান, দেখতে পাবেন পুরো বিশ্বের মানুষ হেঁটে যাচ্ছে। এটা সেই শহর যেটি কখনও ঘুমায় না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। কিন্তু তারাও জানেন না আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা।
কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশি কমিউনিটি। যুক্তরাষ্ট্র প্রবাসীরা এবারও বড় পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছেন। তারা মনে করেন, দিবসটি সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর উদ্যোগ নিতে হবে।
জাতিসংঘ বিশ্বের বৃহত্তম আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। প্রতিবছর এই সংস্থাটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। বাংলাকে জাতিসংঘের অন্যতম দাফতরিক ভাষা করার দাবি দীর্ঘদিনের। তবে অন্যান্য দেশ থেকে কার্যত এ ব্যাপারে কোনো উদ্যোগই নেই।
কিউটিভি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩০
