আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু

uploader3 | আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২৪ - ০৯:১৪:১৫ পিএম

ডেস্ক নিউজ : প্রীতি উরাং নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ওই ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে, বাবার নাম লোকেশ উরাং।

মঙ্গলবার সকাল ৮টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সে সময় স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে ‘মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করে বিক্ষোভ শুরু করে।

পরে পুলিশ সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হকসহ ওই বাসা থেকে ছয়জনকে থানায় নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা থানাতেই ছিলেন।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া বলেন, “প্রীতি নামের মেয়েটি নয়তলা থেকে পড়ে মারা গেছে। আশফাকুল হক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক। আশফাকুল হক ও তার স্ত্রীসহ পরিবারের কয়েকজনকে থানায় আনা হয়েছে।”

কিউটিভি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:১৪

▎সর্বশেষ

ad