ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আজ থেকে চৌগাছায় খেজুর গুড়ের মেলা শুরু! চলবে তিনদিন

Ayesha Siddika | আপডেট: ২৮ জানুয়ারী ২০২৪ - ০৫:৩০:২৫ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : আজ ২৯ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী চৌগাছা উপজেলায় যশোরের ঐতিহ্যবাহি খেজু গুড়ের মেলা শুরু হচ্ছে। এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহা। এ মেলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ মেলাকে ঘিরে পোষ্টারিং, শহরের মোড়ে মোড়ে রংবেরঙ্গের ফেস্টুন, উপজেলার খেজুর গুড় উৎপাদন কারী গাছিদের খবর দেওয়াসহ মাইকিং করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে প্রথম চৌগাছায় এ গুড় মেলার আয়োজন করা হয়েছিলো। এ মেলায় উপেজলায় যারা খেজুর গাছ কাটা (গাছি) পেশায় নিয়জিত তাদের উৎপাদিত গুড়নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এ বছর উপজেলা পর্যায়ের সমস্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ে আরও মাইক্রো লেভেলে গিয়ে যশোরের ঐতিহ্যবাহি খেজুর গুড় শিল্পকে জাতীয় পর্যায়ে তুলে আনার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।

২৯ জানুয়ারি সকাল ১০ টায় এই মেলার উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক আবারাউল হাসান মজুমদার। তিন দিনব্যাপী আমরা এ মেলার আয়োজন করেছি। চলবে ৩১ জানুয়ারী পর্যন্ত। ইতিমধ্যে উপজেলার সকল গাছিদের নিবন্ধন করা হয়েছে। উপজেলায় যারা খেজুর গুড় তৈরির পেশার সাথে জড়িত তাদের জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই মেলা আকর্ষণীয় করে তোলার জন্য স্থানীয় শিল্পীদের দ্বারা বিভিন্ন নাটিকা ও গম্ভিরা পরিবেশন করা হবে।

মেলার দ্বিতীয় দিন বাংলাদেশের বিশিষ্ট গণমাধ্যম বক্তিত্ব কৃষিবিদ শাইখ সিরাজ উপস্থিত থাকবেন। তিন দিনব্যাপী মেলায় কয়েকশ গাছি তাদের তৈরি নির্ভেজাল ঝোলা গুড়, দানা গুড়, পাটালিসহ বিভিন্ন প্রকারের খেজুর গুড় নিয়ে উপস্থিত থাকবেন। মেলা চলাকালিন তিনদিন সকাল দশটা হতে বিকেল ৪ টা পর্যন্ত এ মেলা থেকে ক্রেতা-বিক্রেতারা খুব সহজেই র্নিভাজাল খেজুর গুড় ক্রয়-বিক্রয় করতে পারবেন।

এ মেলায় সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অংশ গ্রহনকারি গাছিদের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ গাছির হাতে পুরস্কার তুলে দেবেন। উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহা বলেন, উপজেলা পর্যায়ে জেলার ঐতিহ্য নিয়ে এরূপ মেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে উপজেলাসহ দেশের সকল নাগরিকদের আমন্ত্রণ জানাচ্ছি। যশোরের খেজুর গুড় সারাদেশে একটি ব্রান্ডেট পণ্য হিসেবে মাত্রা যোগ করবে।

 

কিউটিভি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:২৮

▎সর্বশেষ

ad