
ডেস্ক নিউজ : ২০২৫ সাল ভার্চয়াল মুদ্রা কিপ্টো কারেন্সির দাম বর্তমান দামের ৪ গুণ বাড়বে। একটি বিটকয়েনের দাম উঠবে ১ লাখ ৭০ হাজার ডলারে। এমন পূর্বাভাস জানিয়েছেন স্কাইব্রিজ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা অ্যান্থনি স্কারামুচি। মার্কিন একচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) লেনদেনের অনুমতি পাওয়ার পর চাহিদা বাড়ার পর বিটকয়েনের বিনিময় মূল্য বাড়বে।
চলতি বছরের শুরুতেই আবারও আলোচনায় বিটকয়েন। গেল সপ্তাহে মার্কিন একচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (এসইসি)। ফলে এখন থেকে প্রথাগত বিনিয়োগ মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।
ইটিএফ এর মাধ্যমে লেনদেনের অনুমোদনকে কিপ্টো কারেন্সি জগতে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের স্টক একচেঞ্জে ইটিএফ অনুমোদন করতে পারে এমন আশায় বছরের শুরু থেকেই বাড়তে থাকে বিটকয়েনের দাম। গত বুধবার বিটকয়েনের দাম ছাড়িয়ে যায় ৪৬ হাজার ডলার। যা ছিল ২২ মাসের মধ্যে ভার্চয়াল মুদ্রাটির সর্বোচ্চ দর। আর অনুমোদন পাওয়ার পর দর উঠে যায় ৫৩ হাজার ডলারে।
যদিও চলতি সপ্তাহেই আবারও কমতে শুরু করেছে বিটকয়েনের দাম। নেমে এসেছে ৪২ হাজার ডলারে। এ বিষয়ে অ্যান্থনি স্কারামুচি বলেন, বিটকয়েনের দামের উপর প্রভাব পড়তে ইটিএফ এ অনুমোদনের পর আরও কমপক্ষে ৮ থেকে ১০ কর্ম দিবস সময় লাগবে।
তথ্য বলছে, ২০২১ সালের নভেম্বরে বিট কয়েনের দাম ৬৯ হাজার ডলারের রেকর্ড উচ্চতায় উঠেছিল। তখন এই কিপ্টো কারেন্সির দর ১ লাখ ডলার ছাড়িয়ে যাবে বলে পুর্বাভাস ছিল বিশ্লেষকদের। যদিও এর পর আর বাড়েনি বিটকয়েনের দর। তীব্র দর পতনে নেমে আসে ২০ হাজার ডলারে।
কিউটিভি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫০






