
ডেস্ক নিউজ : দেশের সব ভোটকেন্দ্রে আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ বা বিকল্প সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিকেলে আসন্ন রমজান মাস, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং গরমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
সভায় ফাওজুল কবির খান বলেন, আমাদের আগামী এক সপ্তাহের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ আছে কিনা এ বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া, কোথাও যদি বিদ্যুৎ বিভ্রাট হয় সেটি সামাল দেওয়ার মতো প্রস্তুতিও থাকতে হবে।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিপিসি, পেট্রোবাংলা, পিডিবি ও আরইবিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনিমা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৩





