
ডেস্কনিউজঃ রাজধানীর গুলিস্তানে মালঞ্চ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, দুপুর ১টার দিকে মালঞ্চ বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তবে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে সকালে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের কাছে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে শিশুসহ চারজনের মৃত্যু হয়। ট্রেনের একটি বগি থেকেই চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিপুল/১৯.১২.২০২৩/ দুপুর ১.৪৫