
ডেস্কনিউজঃ রাজধানীর সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টা ৩৫মিনিটে সায়দাবাদ ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সায়দাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৭টা ৫০মিনিটে আগুন নির্বাপণ করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিপুল/২৯.১১.২০২৩/ রাত ৯.৫১