
ডেস্ক নিউজ : অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এমন একটি ইনিংস খেলে আফগানিস্তানের বিপক্ষে জয় এনে দিলেন, যে ইনিংসটি দেখে অনেকেই ভাবছেন— এটিই ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংস কিনা। এটিকে ‘ওয়ান ম্যান শো’ বলে বর্ণনা করেছেন কিংবদন্তি ফাস্টবোলার ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম বলেন, যারা ব্যাটিং করেছেন, তারা বলতে পারবেন— ক্র্যাম্প নিয়ে ব্যাট করা কতটা কঠিন। কারণ আপনি পা নাড়াতে পারবেন না। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সকে এক প্রান্তে সমস্ত চাপ সামলে তার সঙ্গ দেওয়ার জন্য তাকে প্রশংসা করেছেন তিনি।
তিনি বলেন, অধিনায়ককেও কৃতিত্ব দিতে হবে। আপনি যখন ওই পরিস্থিতিতে সচেতনতার কথা বলেন, তখন তিনি ঠিক কী করেছিলেন। ৬৮ বলে মাত্র ১২ রান। কামিন্স তার প্রধান খেলোয়াড়কে স্ট্রাইক দিচ্ছিলেন এবং তিনি (ম্যাক্সওয়েল) বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে বিশ্ব ক্রিকেটে এ মুহূর্তে তিনি সেরা ওয়ানডে ক্রিকেটার।
তিনি আরও বলেন, এটি অবিশ্বাস্য— আমি আগে কখনো এই রকম খেলা দেখিনি। আমি ২০ বছর ধরে ক্রিকেট খেলেছি, পরবর্তী সময়ে আরও ২০ বছর ক্রিকেট নিয়ে কাজ করেছি। আমি এর আগে এমন কিছু দেখিনি। ক্রিকেটের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার সামাজিকমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ম্যাক্স প্রেশার থেকেই ম্যাক্স পারফরম্যান্স। ম্যাক্সওয়েলের এই ইনিংসটিকে শচীন ওয়ানডে ক্রিকেটে তার দেখা সেরা ইনিংস বলে আখ্যা দিয়েছেন।
কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:০০