ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কানাডার কূটনীতিককে বহিষ্কার করে এবার ভারতের পাল্টা জবাব

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৪৭:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কূটনৈতিক দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কানাডার একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে নয়াদিল্লি। সংবাদমাধ্যম সিএনএন ও এনডিটিভি জানিয়েছে, কানাডায় ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের জেরে কানাডার সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আগামী পাঁচ দিনের মধ্যে বহিষ্কৃত কানাডার কূটনীতিককে ভারত ত্যাগ করার জন্য বলা হয়েছে।’ভারতের বিরুদ্ধে ব্রিটিশ কলাম্বিয়ায় জনপ্রিয় শিখ নেতা হারদীপ সিং নিজ্জাকে হত্যার অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে কানাডার এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। এছাড়াও এই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা কানাডার পার্লামেন্টে তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেছি এবং এটিকে প্রত্যাখ্যান করছি। এছাড়া কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও প্রত্যাখ্যান করছি আমরা।’বিবৃতিতে বলা হয়, ‘কানাডায় যেকোনো ধরনের সহিসংতায় ভারত সরকারের সংশ্লিষ্টতার দাবি অদ্ভুত এবং উদ্দেশ্যপ্রণোদিত।’
 
বিবৃতিতে আরও বলা হয়েছে,  আমাদের প্রধানমন্ত্রী মোদির কাছে একই ধরনের অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী এবং সেটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল।আমরা গণতান্ত্রিক এবং আইনের শাসনের প্রতি কঠোরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
 
চলতি বছরের জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় একটি শিখ উপাসনালয়ের সামনে গুলি করে হত্যা করা হয় হারদীপ সিং নিজ্জাকে। কানাডায় থাকা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান তিনি। 

 

 

কিউটিভি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad