
স্পোর্টস ডেস্ক : বড় স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে হতাশ করেছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতার দিনে ৫ উইকেটে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। এক নাজমুল হোসেন শান্ত বাদ দিয়ে কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি।
ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলের টিকিট পাওয়া ওপেনার তানজিদ তামিম অভিষেক ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। তামিম-লিটনদের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পাওয়া আরেক ওপেনার নাঈম ২৩ বলে ১৬ রান করার পর বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। আফগানিস্তান ম্যাচের আগে তাই অনভিজ্ঞ টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় কোচ হাথুরুসিংহে।
ম্যাচের আগের দিন শনিবার (২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে টাইগার হেড কোচ বলেন, ‘আমার দলের টপ অর্ডার ব্যাটাররা অনভিজ্ঞ। এটা তাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। কিন্তু কি করার আছে। তামিম-লিটন দু’জনই ইনজুরিতে। তরুণদের সাহস যোগানোর চেষ্টা করছি। তারা আসলেই প্রতিভাবান।’
পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় নিজের নাম আগেই সরিয়ে নিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক তামিম। জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার বদলি হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। প্রথম ম্যাচে দুই ওপেনারের ব্যর্থতার পর অনেকটা আঁচ করা যায়, দ্বিতীয় ম্যাচে সুযোগ পেতে পারেন বিজয়। নিশ্চিত না করলেও সে বার্তা দিয়ে রাখলেন কোচ।
হাথুরুসিংহে বলেন, ‘ উইকেটের চরিত্র বুঝে একাদশ সাজাবো। একাদশে পরিবর্তন দরকার মনে হলে অবশ্যই করা হবে।’আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ তাদের বোলিং আক্রমণ। তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির স্পিন নিয়ে যত ভয়। তার ওপর সাম্প্রতিক সময়ে চোখ রাঙাচ্ছেন পেসার ফজলহক ফারুকীও। সেটা স্বীকার করে নিলেও খুব একটা ভাবছেন না হাথুরুসিংহে।
তিনি বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সম্প্রতি ওদের বিপক্ষে আমরা খেলেছি। তাদের বিপক্ষে আমাদের অনেক সাফল্যও আছে। আফগানিস্তান দলে ভালো স্পিনারের পাশাপাশি পেসারও আছে। তবে আমাদের ওদের দল সম্পর্কে স্পষ্ট ধারণা আছে।’
সাড়ে তিন বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নামছে বাংলাদেশ। সেখানে অতীত পরিসংখ্যানটাও কথা বলছে না টাইগারদের পক্ষে। বিপরীতে কন্ডিশনটা চিরচেনা আফগানিস্তানের। তবে হাথুরুসিংহে মনে করেন না, কন্ডিশনের কারণে এগিয়ে থাকবে রশিদরা।
তিনি বলেন, ‘এই কন্ডিশনে আফগানিস্তান এগিয়ে থাকবে সেটা আমি মনে করি না। বাংলাদেশও এমন গরমে খেলে অভ্যস্ত। হোমে তারা যখন অনুশীলন করেছে সেখানেও অনেক গরম ছিল।’রোববার (২ সেপ্টেম্বর) গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুদল। প্রথ ম্যাচ হারায় এ ম্যাচটা সাকিব বাহিনীর জন্য বাঁচা-মরার। সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের।
কিউটিভি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫০