ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ধারে বার্সেলোনায় ফেলিক্স-কানসেলো

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ - ১০:৩১:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : গ্রীষ্মকালীন দল বদলের শেষ মুহূর্তে দুই পর্তুগিজ ফুটবলার জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলোকে দলে টানল বার্সেলোনা। ফরোয়ার্ড ফেলিক্সকে আলতেলিকো মাদ্রিদ ও ফুল-ব্যাক কানসেলোকে ম্যানচেস্টার সিটি থেকে দলে টেনেছে কাতালান দলটি। দুজনকেই তারা নিয়েছে এক মৌসুমের জন্য।

তবে চুক্তিতে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ রাখা হয়নি। ২৯ বছর বয়সী কানসেলো গত মৌসুমে ধারে বায়ার্ন মিউনিখে খেলেন। এবারও তাকে ধারে খেলতে পাঠাল সিটি। অন্যদিকে ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া ফেলিক্সও গত মৌসুমের অর্ধেকটা সময় ধারে চেলসিতে কাটিয়েছেন। কিন্তু ইংলিশ ক্লাবটি গোটা মৌসুমেই বাজে সময় পার করে। ফেলিক্স ২০ ম্যাচে দলটির হয়ে গোল করেন ৪টি।

আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ফেলিক্সের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত। তবে গত জানুয়ারির পর আর ক্লাবটির হয়ে খেলেননি। কিছুদিন আগে বার্সেলোনায় খেলা তার স্বপ্ন বলে উল্লেখ করেছিলেন তিনি। কানসেলো ২০১৯ সালে জুভেন্তাস থেকে সিটিতে যোগ দেন। দলটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ জেতেন। প্রফেশনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশনের বিচারে ২০২১ ও ২০২২ সালের বর্ষসেরা দলেও জায়গা পেয়েছিলেন।

আর্থিক দুরবস্থার কারণে এই দুই পর্তুগিজকে দলে ভেড়াতে অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। আনসু ফাতির ব্রাইটনে যোগ দেওয়া তাদের জন্য পথটা মিশ্রণ করে দেয়। আগামীকাল লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ বার্সেলোনার। এ ম্যাচে দুজনকেই স্কোয়াডে রেখেছেন কোচ জাভি হার্নান্দেজ।

 

 

কিউটিভি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad