ম্যানসিটি ধরে রাখবে শিরোপা, মনে করে অপটা

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ - ০৬:০২:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : পেপ গার্দিওলা নিজেকে নতুন করে চিনিয়েছেন গত মৌসুমে। যার ফুটবল কৌশল মানেই ছিল টিকিটাকা, সেই তিনি কিনা ঝুকেছেন আক্রমণে। কৌশল বদলে পেয়েছেন সফলতাও। ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন ট্রেবল। টাটকা আর তরতাজা মৌসুম শেষে ছুটি কাটিয়ে শুরু হয়েছে নতুন মৌসুম। গত বৃহস্পতিবার হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র। মাঠের লড়াই শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

চ্যাম্পিয়নস লিগ মানেই সব সময় রোমাঞ্চ ও উত্তেজনা। এবারও গ্রুপপর্বের ড্রয়ে মিলছে তেমনই রোমাঞ্চের আভাস। যেখানে পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, নিউক্যাসল ইউনাইটেড এবং এসি মিলানের মতো দল লড়বে একই গ্রুপে। তবে অন্য গ্রুপগুলোতেও দেখা মিলতে পারে দারুণ সব চমকের।

সেই সব চমক ও সম্ভাবনার নিরিখে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটা একটি তালিকা প্রকাশ করেছে। যে তালিকায় অংশগ্রহণকারী দলগুলোর কার কেমন সম্ভাবনা, তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি অনলাইন পরিসংখ্যান মাধ্যমটি মনে করে এবারের আসরে ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রবল।

অপটার হিসাব অনুযায়ী ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্নের এবার শিরোপা জেতার সম্ভাবনা ১০.২ শতাংশ আর ফাইনালে ওঠার সম্ভাবনা ১৯.৮ শতাংশ।

অন্যদিকে বায়ার্নের চেয়ে ঢের এগিয়ে থেকে শীর্ষে থাকা দলটি ম্যান সিটি। অপটার মনে করে বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৩৬.১ শতাংশ। আর তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৩ শতাংশ।

 

 

কিউটিভি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad