পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:১৪:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নেমছে ভারত-পাকিস্তান। একদিন আগেই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিল পাকিস্তান। নেপালের বিপক্ষে জয়ী ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাবর আজমের দল। ভারতের একাদশেও  খুব একটা চমক নেই। 

ইনজুরি কাটিয়ে দলে ফেরা জাসপ্রীত বুমরাহ এবং শ্রেয়াস আইয়ারকে পাকিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়েছে। দলে নেই মোহাম্মদ শামি। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ।  
শ্রীলঙ্কার কন্ডিশনে একজন বাড়তি স্পিনার খেলাবে ভারত, এমনটা প্রত্যাশিত থাকলেও দুই স্পিনার এবং তিন জন পেসার নিয়েই মাঠে নেমেছে ভারত। সিরাজ-বুমরাহর সঙ্গে পেস আক্রমণে আছেন বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। স্পিনারদের মধ্যে দলে আছেন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব।  
 
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে। তাই লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই যায়।
 
ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ। ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের একাদশ:বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

কিউটিভি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫
▎সর্বশেষ

ad