বিশ্বের সবচেয়ে লম্বা ‘মুলেট’ চুলের মালিক তিনি

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ - ০৩:২০:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা তামি মানিস। সবচেয়ে লম্বা ‘মুলেট’ চুলের জন্য বিশ্ব রেকর্ড গড়েছেন এই নারী। মুলেট হল চুল রাখার একটি ধরন। কপালের উপরিভাগ ও পাশের চুল ছোট রেখে পেছনের চুলে বেশ কয়েকটি স্তর দিয়ে বড় রাখার ধরনকে মুলেট বলা হয়। খবর বিবিসি নিউজ।

নক্সভিলের তামি মানিস পেশায় একজন জনস্বাস্থ্য নার্স। তিনি জানান, শেষবার চুল কাটিয়েছিলেন ১৯৯০ সালে। এরপর ৩৩ বছরে পেছনের চুল আর কাটাননি। দীর্ঘ এই সময়ে চুল বেড়ে লম্বা হয়েছে ৫ ফুট ৮ ইঞ্চি। তার চুলের স্টাইল অনুযায়ী ২০২৪ সালে লম্বা কেশের নারী হিসেবে তাঁর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে স্থান পাবে।

তামি মানিস জানান, তার মুলেটের যাত্রা শুরু হয়েছিল যখন তিনি প্রায় চার দশক আগে ভয়েস ক্যারি গানের মিউজিক ভিডিওটি প্রথম দেখেছিলেন। ভিডিওটি দেখেই মূলত মুলেট রাখার অনুপ্রেরণা পান তিনি।

তিনি আরও জানান, “১৯৮৯ সালের নভেম্বরে মুলেটটি একবার কেটে ফেলার পর অনেক অনুশোচনা করেছিলেন, তাই তিনি পরের ফেব্রুয়ারিতে এটি বাড়াতে শুরু করেন এবং তারপর থেকে এটি আর কাটেননি।“

কিভাবে তিনি এতদিন এটা বাড়াতে পারলেন এমন প্রশ্নের জবাবে তামি মানিস তার ভালো জিনকে কৃতিত্ব দেন। এ ছাড়া অর্গানিক তেলসহ কন্ডিশনারও করেন বলে জানান তিনি।

তবে একটি দীর্ঘ মুলেট পরিচালনা করা মোটেই সহজ নয় বলে জানান তিনি। তার চুল মুলেটের চেয়ে বেশি লম্বা, সুতরাং প্রায়শই চুল বেঁধে রাখতে হয় তাকে যাতে সহজেই তিনি এটি পরিচালনা করতে পারেন।

গত বছর লম্বা মুলেট আছে, এমন ব্যক্তিদের নিয়ে যুক্তরাষ্ট্রে মুলেট চ্যাম্পিয়নশিপ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় নারীদের মধ্যে দ্বিতীয় হন তামি।

কিউটিভি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad