ভারতীয় বংশোদ্ভূত থারমান হলেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৫৪:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান শানমুগারত্নম সিঙ্গাপুরের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ছিলেন। শনিবার এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স। ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।

এক যুগেরও বেশি সময় পর শুক্রবার (১ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তান কিন লিয়ান ও এনজি কোক সং কে পরাজিত করে জয়ী হন ৬৬ বছর বয়সী রাজনীতিক ও অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম। সিঙ্গাপুরের নির্বাচন কমিশন জানায়, ৭০ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে তিনি জয়ী হয়েছেন।

থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান। ২০১৭ সালের সেপ্টেম্বরে হালিমা ইয়াকুব ক্ষমতায় এসেছিলেন। তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।

 

কিউটিভি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad