পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে ভারতের একাদশ

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৪৫:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক :: এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে শনিবার (২ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দুদলের মাঠের লড়াই। টানটান উত্তেজনার ভারত-পাকিস্তান ম্যাচের এক দিন আগেই নিজেদের দল ঘোষণা করেছে পাকিস্তান। নেপালের বিপক্ষে জয়ী একাদশ নিয়েই মাঠে নামছে বাবর-রিজওয়ানরা। অন্যদিকে ম্যাচের এক দিন আগে সংবাদ সম্মেলনে এসে একাদশ নিয়ে কোনো কথাই বলেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

তাই বহুল প্রতীক্ষিত এই ম্যাচে কেমন হবে ভারতের একাদশ, এমন প্রশ্ন তো থেকেই যায়। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে শুভমন গিল একরকম নিশ্চিত। সাম্প্রতিক সময়ে শুভমানের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও বিশ্বকাপের বিবেচনায় তার ওপরই আস্থা রাখতে চাইবে ভারতীয় দল। তবে পরীক্ষা করতে চাইলে রোহিতের সঙ্গে আনা হতে পারে ঈশান কিষাণকে।

যদি কোনো করণে ঈশানকে খেলানো হয়, তবে তিনে নামবেন গিল। বিরাট কোহলি চার ও শ্রেয়াস আইয়ার পাঁচ নম্বরে। আর রোহিত ও শুভমান ওপেনিং করলে স্বাভাবিকভাবে কোহলি তার চেনা পজিশন তিনে খেলবেন। পুরোপুরি ফিট শ্রেয়াস নামবেন চার নম্বরে। কোচ রাহুল দ্রাবিড়ও আভাস দিয়েছেন, দেড় বছর ধরে শ্রেয়াসকে চারেই ভাবা হচ্ছে। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে পাঁচে দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটার ঈশানকে। দুই ম্যাচ পর রাহুল ফিরলে এই পজিশনে খেলবেন।

ছয় নম্বরে নিশ্চিতভাবেই থাকবেন হার্দিক পান্ডিয়া। রবীন্দ্র জাদেজার জায়গাও একদম নিশ্চিত। যদি ভারত একজন অতিরিক্ত ব্যাটার খেলাতে চায়, তবে সূর্যকুমার যাদবের সুযোগ থাকবে। আর যদি বোলার খেলাতে চায় তবে অক্ষর প্যাটেল। শ্রীলঙ্কার এই কন্ডিশনে বাড়তি একজন স্পিনার খেলানোর সম্ভাবনাই অবশ্য বেশি।
 
অক্ষরের জায়গা নিশ্চিত না হলেও কুলদীপ যাদবের জায়গা প্রায় নিশ্চিত। বাঁহাতি এই চায়নাম্যান হতে পারেন রোহিতের বাজির ঘোড়া। দীর্ঘদিন পর দলে ফেরা জাসপ্রীত বুমরাহ নিশ্চিতভাবেই থাকছেন একাদশে। তার সঙ্গে মোহাম্মদ শামি কিংবা মোহাম্মদ সিরাজের যেকোনো একজনকে খেলানো হবে বলে ধারণা করা যাচ্ছে।
 
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

 

 

কিউটিভি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪৪

▎সর্বশেষ

ad