ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

বাড়ির আঙ্গিনায় পেঁপে চাষ

Ayesha Siddika | আপডেট: ১৯ জুন ২০২৩ - ০৭:৪৫:০৪ পিএম

ডেস্ক নিউজ : শ্রীমঙ্গল উপেজেলার মির্জাপুর ইউনিয়নের মকরুছ মিয়া তার বাড়ির আঙ্গিনায় পেঁপে গাছের চারা লাগান। সেই চারা বড় হয়ে এখন গাছে পেঁপে ধরতে শুরু করেছে। গাছে গাছে পেঁপের ফলন দেখে উৎফুল্ল মকরুছ মিয়া। 

ইউনিয়নের কামাসিদ গ্রামের মকরুছ মিয়া পেশায় একজন ব্যবসায়ী। গ্রামে ত্রিশ শতাংশ জমির উপর তার বসতবাড়ি। এই বাড়ির চারপাশে কার্তিক মাসের শেষের দিকে ৩০টি পেঁপে চারা রোপণ করেন। পাচঁটি চারা নষ্ট হয়ে ২৫টি চারা বড় হয়েছে। সব গুলো গাছেই পেঁপে ধরা শুরু করেছে। একটানা দুই বছর গাছে পেঁপে ধরবে। এখন পর্যন্ত প্রায় ৩০০ কেজি পেঁপে বিক্রি করেছেন। প্রতি কেজি বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা করে। প্রথম ধাপে পেঁপে বিক্রি করে তার আয় হয়েছে ১০ হাজার ৫০০ টাকা।

মকরুছ মিয়া বলেন, অনেকটা শখের বসেই তিনি বাড়ির আঙ্গিনায় পেঁপে চাষ করেছেন। এখন ফলন দেখে তিনি আনন্দিত। শ্রীমঙ্গল উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পংকজ পাল বলেন, মকরুছ মিয়া বাড়ির আঙ্গিনায় পেঁপে চাষ দেখে গ্রামরি অন্যরাও উৎসাহিত হচ্ছেন। আগামীতে এই গ্রামে বাসা বাড়ির আঙ্গিনায় সবজি চাষ বৃদ্ধি পাবে। এতে করে পারিবারিক চাহিদা মিটিয়ে, দেশের খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে। 

 

 

কিউটিভি/আয়শা/১৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad