ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

৪ গোলের বড় জয়, শিরোপার আরও কাছে বার্সেলোনা

uploader3 | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ - ০১:১১:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আবারও ছন্দে ফিরল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রবিবার লা লিগার ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এতে শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছল বার্সেলোনা।

আগে থেকেই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে ছিল বার্সা। তবে মাঝে ছন্দ হারিয়ে ফেলেছিল ক্লাবটি। রবিবারের আগে শেষ পাঁচ ম্যাচে পেয়েছিল তিনটি জয়। তবে রবিবার ছন্দে ফেরে স্প্যানিশ জায়ান্ট। রিয়াল বেতিসকে নিয়ে স্রেফ ছেলেখেলা করল জাভি হার্নান্দেজের দল। 

এদিন বার্সার হয়ে রবার্ট লেভানডোভস্কি, রাফিনহো ও আন্দ্রেস ক্রিস্টেনসন একটি করে গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতী।

ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বার্সেলোনা। আর তাতে ফলও মেলে দ্রুত। ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রাফিনহোর চমৎকার এক ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন  আন্দ্রেস ক্রিস্টেনসন। বার্সেলোনার হয়ে ডেনিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৩৩তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বেতিস।

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গনসালেস। এর তিন মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বেতিস। জুলস কুন্দের চমৎকার ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডোভস্কি। চলতি আসরে এটি তার ১৯তম গোল।

৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রাফিনিহো। সার্জিও বুসকেটসের বাড়ানো বলে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন বার্সার এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৮২তম মিনিটে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। আনসু ফাতির শট বেতিসের রদ্রিগেসের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।

এই জয়ে ৩২ ম‍্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।

কিউটিভি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:১১

▎সর্বশেষ

ad