
স্পোর্টস ডেস্ক : সুপার কিং কাপ থেকে ছিটকে যাওয়ার, সেই জেরে কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত। তাতেও যেন ব্যর্থতা ঢাকছিল না আল নাসরের। সব দায় নিয়ে পদত্যাগ করেন ক্লাব সভাপতি মুসাল্লি আল-মুয়াম্মার। একদিকে দলের বাজে পারফরম্যান্স অন্যদিকে এসব তেতো সংবাদ। তার মাঝেই কাল রাতে মাঠে নেমেছিল আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেছেন। বড় ব্যবধানে জিতেছে তার দল। এ যেন সিন্ধুময় বিষাদে বিন্দুময় সুখ।
শুক্রবার দিবাগত রাতে প্রতিপক্ষ আল-রায়েদের বিপক্ষে মাঠে নামে আল নাসর। সেই ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো রোনালদোর দল।
এদিন গোলের যাত্রাটা করেন রোনালদোই। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় তিনি দলের লিড এনে দেন। সেই গোলে প্রধমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে আল-নাসরের লিড ব্যবধান দ্বিগুণ করেন আবদুলরাহমান গারিব। এরপর তৃতীয় ও চতুর্থ গোল করে বড় জয়ের উপলক্ষ্য এনে দেন মোহাম্মেদ মারান ও আবদুলমাজেদ আল সুলাইহিম।
আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।
কিউটিভি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৫৬