
স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রীড়াঙ্গনের ইতিহাস গড়া অনেক মুহূর্তের জন্ম দেয়া স্তাদ দে ফ্রান্স বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তা শোনা মাত্রই মাঠটি কিনতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে প্যারিসিয়ানরা, জানিয়েছে ফরাসি গণমাধ্যম। পিএসজি ছাড়াও ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাও স্তাদ দে ফ্রান্স কিনতে আগ্রহী। এর দর্শক ধারণক্ষমতা প্রায় ৮০ হাজার।
স্তাদ দে ফ্রান্স কিনতে চাইলেও পার্ক দে প্রিন্সেসেই থেকে যেতে চায় প্যারিসের ক্লাবটি। ১৯৭৩ সাল থেকে পার্ক দে প্রিন্সেসকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করে আসছে পিএসজি। এর মালিকানা কাউন্সিল অব প্যারিসের। প্যারিসের মেয়র সেটি বিক্রিতে রাজি হচ্ছেন না। তারপরেও চেষ্টা চালিয়ে যেতে চায় পিএসজি।
বিকল্প হিসেবে স্তাদ দে ফ্রান্স কেনার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে পিএসজি। তবে কী পরিমাণ অর্থ প্রস্তাব করা হয়েছে, তা জানা যায়নি। ২০২১ সালে স্তাদ দে ফ্রান্সের মূল্য ৭১ কোটি ২০ লাখ মার্কিন ডলার ধার্য করেছিল ফ্রান্স সরকার। প্রস্তাব দেয়ার জন্য প্রাথমিক সময়সীমা ছিল বৃহস্পতিবার (২৭ এপ্রিল)। কাতারের মালিকানাধীন পিএসজি শেষ সময়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।
ফ্রান্সের ক্রীড়া দৈনিক লে’কিপ জানিয়েছে, ইউরোপীয় ফুটবলের কর্তৃপক্ষ উয়েফাও স্তাদ দে ফ্রান্স কিনতে চায়। সংস্থাটিকে প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করতে হয় ভিন্ন ভিন্ন মাঠে। একটি স্টেডিয়াম কিনে নিলে সব বড় ম্যাচ সেখানে আয়োজনের পরিকল্পনা উয়েফার।
কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:০০