
আন্তর্জাতিক ডেস্ক : তীব্র দাবদাহের পর পশ্চিমবঙ্গের ৫ জেলায় মধ্যম পর্যায়ের বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে এ সময় অন্তত ১৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় ৪, মুর্শিদাবাদে ২, উত্তর চব্বিশ পরগনায় দুই এবং পশ্চিম মেদিনীপুর ও হাওড়া থেকে আরও ৬ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মৃতদের বেশিরভাগই কৃষক। তারা ক্ষেতে কাজ করার সময় বজ্রের আঘাতে প্রাণ হারান।
কিউটিভি/অনিমা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৩৬