
আন্তর্জাতিক ডেসক্ : সুদানে যুদ্ধবিরতির মেয়াদ আ্ওর তিন দিন বাড়াতে সম্মত হয়েছে ক্ষমতার লড়াইয়ে সংঘর্ষরত দুই সামরিক বাহিনী। আগের তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে তা নবায়নে রাজি হয় সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘসহ সুদানের প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক চেষ্টায় দুই পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায়।
তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও রাজধানী খার্তুমে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ। রাজধানী খার্তুম ছাড়াও দারফুর ও অন্যান্য এলাকায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ের খবর পাওয়া গেছে। আরএসএফের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাজধানী খার্তুমে সেনাবাহিনী তার অবস্থান জোরদার করছে। বিবিসি জানায়, বৃহস্পতিবার রাতে প্রথমে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে রাজি হয় সুদানের সামরিক বাহিনী। এর কয়েক ঘণ্টা পরেই আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) যুদ্ধবিরতি বৃদ্ধিতে রাজি হয়।
এদিকে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে সুদানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা দেশ দক্ষিণ সুদান। এ আলোচনায় নিজেদের প্রতিনিধি পাঠাতে রাজি হয়েছে সুদানের সেনাবাহিনী। আগের যুদ্ধবিরতিতে হাজারো মানুষের নিরাপদে সরে যাওয়ার সুযোগ হয়েছিলো। সে সময় বেশ কিছু দেশ তাদের নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেয়।
কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫