
আন্তর্জাতিক ডেস্ক : সকালের সূর্য উঠার আগেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শোনা যাচ্ছে বিমান হামলার সতর্কতা সাইরেনের শব্দ। এমনকি এরই মধ্যে একাধিক অঞ্চল এবং শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্রের আঘাতে দিনিপ্রোতে দুজন নিহত এবং উমানে পাঁচজনকে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে।
কিয়েভের এক বাসিন্দা ক্ষুদেবার্তার মাধ্যমে আল জাজিরাকে জানান, বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙেছে। মনে হচ্ছিল, ভূমিকম্প হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মধ্য ইউক্রেনের উমানে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের মধ্যে আগুন এবং ধোঁয়া। ফুটেজে আরো দেখা গেছে, ভবনের একটি কোণ ধসে পড়েছে এবং মাটির নিচে ধ্বংসস্তূপের স্তূপ। চেরকাসির গভর্নর ইহর তাবুরেটস বলেছেন, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে এবং পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে দিনিপ্রোতে, শহরের মেয়র বরিস ফিলাটভ জানান, রাতের হামলায় একজন মহিলা এবং তিন বছরের একটি শিশু নিহত হয়েছে। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য সম্প্রতি বড় পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। ঠিক সেই সময়েই এই জোরালো অভিযান চালানো হলো।
কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৪