আট জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, সতর্ক সংকেত

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ১১:০৫:০১ পিএম

ডেসক্ নিউজ : পাশাপাশি এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতও দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৯টা থেকে বুধবার (৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১১:০৪

▎সর্বশেষ

ad