
ডেস্ক নিউজ : গত বছর হঠাৎ করেই সব ধরনের ফুটবলকে বিদায় বলে দেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা জেরার্ড পিকে। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, এবার সেই কারণ বললেন বার্সেলোনা কিংবদন্তি। কারণটা আর কিছু নয়, ক্লাবে গুরুত্বহীন হয়ে পড়াটাই তাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।
আরএসিওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘আমার অবসর নেওয়ার অনেক কিছু কারণ রয়েছে। আগে যেমন দলে গুরুত্ব ছিল, এখন সেটা নেই। এটা ভালো লাগত না।’যোগ করেন, ‘আমি কবে খেলা ছাড়ব সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। সেটা নিয়েছি এবং আমি খুশি।’
২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে ৬১৬টি ম্যাচ খেলেছিলেন পিকে। ৫৩টি গোল করেছেন স্প্যানিশ ডিফেন্ডার। তিনি বলেন, ‘বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। সমর্থকেরা আমাকে ভরিয়ে দিয়েছে ভালোবাসায়।’তবে বার্সেলোনাকে এখন মিস করেন না বলে বিস্ফোরক দাবি করেন তিনি, ‘আমি খুব, খুব ভালো আছি। আমার কাছে আগের চেয়ে বেশি সময় আছে। আমি মাঝে মাঝে বার্সার (খেলা) দেখি যখন পারি, কিন্তু আমি একেবারেই মিস করি না।’
কিউটিভি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০