ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

কেমন আছে রুমানিয়ার মুসলমানরা

Ayesha Siddika | আপডেট: ১২ মার্চ ২০২৩ - ০৭:৩৭:১৪ পিএম

ডেস্ক নিউজ : দক্ষিণ-পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ রুমানিয়া। আয়তনে তা ইউরোপ মহাদেশের দ্বাদশ বৃহত্তম রাষ্ট্র। আয়তন দুই লাখ ৩৮ হাজার ৩৯১ বর্গকিলোমিটার। দেশটির দক্ষিণে বুলগেরিয়া, পশ্চিমে সার্বিয়া ও হাঙ্গেরি এবং পূর্বে ইউক্রেন ও মলদোভা অবস্থিত। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে কৃষ্ণসাগর। রুমানিয়ার রাজধানী ও বৃহত্তম শহর বুখারেস্ট।

জনসংখ্যা : সিআইএর তথ্য অনুসারে বর্তমানে দেশটির মোট জনসংখ্যা এক কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩২৭ জন। এর মধ্যে ৮১.৯ শতাংশ অর্থোডক্স এবং ৬.৪ প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। মুসলিমদের সংখ্যা ৬৪ হাজার ৩৭৭ বলে উল্লেখ করা হয়। তবে বাস্তবে তা লাখের বেশি হতে পারে। তাদের বেশির ভাগই তুর্কি ও তাতারি। লোহিত সাগরতীরে অবস্থিত মাজদিয়া শহরে  বেশির ভাগ মুসলিমের বসবাস। তা ছাড়া দেশটির সবচেয়ে উত্তর দোবরুজা ও মাহমুদিয়া শহরেও অনেক মুসলমান বাস করে। দেশটির দোবরুজা অঞ্চলে সাত শ বছরের ইসলামী ঐতিহ্য আছে। পাঁচ শ বছর ধরে তা উসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল।

মসজিদের সংখ্যা : রুমানিয়ায় মসজিদের সংখ্যা ৭০টির বেশি হলেও বেশির ভাগ মসজিদ বর্তমানে নামাজের উপযুক্ত নয়। অনেক মসজিদ এখন পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এসব মসজিদের সংস্কারের জন্য পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। ২০১৫ সালে বুখারেস্ট শহরে গ্র্যান্ড মসজিদ নির্মাণের আলোচনা শুরু হলেও ২০১৮ সালে তহবিল সংকটে তা বাদ দেওয়া হয়।

প্রাচীনতম মসজিদ : ইসমাহান সুলতান মসজিদ রুমানিয়ার সবচেয়ে প্রাচীনতম মসজিদ। এটি কনস্টানটা কাউন্টির মঙ্গোলিয়ায় অবস্থিত। এখানে প্রায় আট শতাধিক মুসলিম পরিবার বসবাস করে। ১৫৭৫ সালে নির্মিত প্রাচীন মসজিদটি অটোমান সুলতান দ্বিতীয় সেলিমের কন্যা ইসমাহানের নামে রাখা হয়। পরবর্তী সময়ে ১৯৯০ সালের দিকে তা পুনর্নির্মাণ করা হয়।

বাড়ছে মুসলিমদের সংখ্যা : রুমানিয়ায় উচ্চশিক্ষিত মুসলিমদের সংখ্যাই বেশি বলে মনে করা হয়। মুসলিম ইয়ুথ অ্যাসোসিয়েশনসের প্রধান বারি নারদিন বলেন, ‘রুমানিয়া সরকারের স্বীকৃত ধর্ম হিসেবে মুসলিমরা ধর্মীয় স্বাধীনতা উপভোগ করে। এখানে দারুল ইফতা নামে একটি সরকারি প্রতিষ্ঠান আছে। আর রুমানিয়ার গ্র্যান্ড মুফতি একজন মন্ত্রীর সমমর্যাদার ব্যক্তি হিসেবে মুসলিম কমিউনিটির মুখপাত্র হিসেবে কাজ করেন। সম্প্রতি স্থানীয় মুসলিমদের পাশাপাশি অনেকে ইসলাম গ্রহণ করেছেন।’

তথ্যসূত্র : মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড

 

 

কিউটিভি/আয়শা/১২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

▎সর্বশেষ

ad