ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আমি সব সময় গল্প ও চরিত্রকে প্রাধান্য দিই: স্পর্শিয়া

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ১০:৪৯:৪১ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে বর্তমানে অভিনয়ে কম দেখা যায়। সর্বশেষ, গত বছরের শেষদিকে একটি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। ‘বোধ’ নামের ওই ওয়েব সিরিজে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি। সম্প্রতি এ অভিনেত্রী নতুন একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করেছেন। ‘এখানে নোঙর’ নামের এ ওয়েব ফিল্মে তাকে একজন সারেংয়ের প্রেমিকার চরিত্রে দেখা যাবে। 

সারেংয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। এরই মধ্যে এ ফিল্মের শুটিং শুরু হয়েছে। নতুন ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘আমি সব সময় গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্প আমাকে টানলে, আমার চরিত্র ছোট হলেও কোনো আপত্তি থাকে না। নতুন যে ওয়েব ফিল্মের শুটিং করছি এটির গল্প ও আমার চরিত্র অসাধারণ। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’ 

এদিকে স্পর্শিয়া ওয়েব সিনেমার পাশাপাশি ব্যস্ত ছোট পর্দার বিভিন্ন আয়োজনে। কিছুদিন আগে ‘হেলিকপ্টার’ নামে একটি একক নাটকের শুটিং শেষ করেছেন। সিনেমায়ও কাজ করেন এ অভিনেত্রী। এ ছাড়া তার অভিনীত দুটি মুক্তিযুদ্ধবিষয়ক গল্প নিয়ে নির্মিত সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। শিগ্গির নতুন সিনেমার শুটিংয়ের খবর দেবেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৪৬

▎সর্বশেষ

ad