ব্রেকিং নিউজ
ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা

বিশ্বকাপে গ্রুপ সেরা হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

uploader3 | আপডেট: ১৮ জানুয়ারী ২০২৩ - ১০:৪০:৪০ পিএম

ডেস্কনিউজঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিলো বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ নারী দল। আজ যুক্তরাষ্ট্র অনুর্ধ্ব ১৯ নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের জুনিয়র বাঘিনীরা। এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই সুপার টুয়েলভে পা রাখলো বাংলাদেশ।

বুধবার টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র নারী দল। যেখানে খুব বেশি উইকেট তুলে নিতে না পারলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১০৩ রানেই যুক্তরাষ্ট্রকে থামিয়ে দেয় জুনিয়র টাইগ্রিসরা। অধিনায়ক দিশা বিশ্বাস মাত্র ১৩ রানে শিকার করেন ২ উইকেট।

যুক্তরাষ্ট্র তাদের প্রথম উইকেট হারায় চতুর্থ ওভারে। দিশার গুড লেংথ ডেলিভারিতে আশরাফী অর্থীর হাতে ক্যাচ দেন লিসায়া মুলাপাদি। যুক্তরাষ্ট্রের এই ব্যাটার ফিরেছেন মাত্র ৫ রানে। সেখান থেকে জুটি গড়ে তোলেন দিশা ধিংগ্রা ও স্নিগ্ধা পাল। তারা দুজনে মিলে যোগ করেন ৫৭ রান। ধিংগ্রা রানআউট হলে ভাঙে তাদের জুটি, ২০ রান করেন ধিংগ্রা।

পরের বলেই আউট হন স্নিগ্ধা। দিশার বলে আউট হবার আগে করেন ২৬ রান। তবে চতুর্থ উইকেট জুটিতে ইশানি ভাগেলা ও গীতিকা কোডাল মিলে যুক্তরাষ্ট্রের রান তিন অংকে পৌঁছান। ১৬ রান করা গীতিকা আউট হলেও ইশানি ১৭ রানে অপরাজিত ছিলেন। ৪ উইকেট হারিয়ে ১০৪ রানেই থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

১০৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২১ রানেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে। সুমাইয়া আক্তার ১০ ও আফিয়া হুমায়রা আউট হন ৭ রান করে। তবে এরপর দিলারা ও স্বর্ণা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে পরপর দুই ওভারে এই দুজনকে হারিয়ে শঙ্কা তৈরি হয় বাংলাদেশ শিবিরে।

দিলারা আক্তার ১৭ ও স্বর্ণা আক্তার ২২ রান করে আউট হন। তবে রাবেয়া খান ও রত্মা সাহার ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ১৫ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় জুনিয়র ট্রাইগ্রিসরা। রাবেয়া ১৮ ও রানি সাহা অপরাজিত থাকেন ১৪ রানে। মাঝে ১০ রান করে আউট হন অধিনায়ক দিশা বিশ্বাস।

বিপুল/১৮.০১.২০২৩/ রাত ১০.৩৫

▎সর্বশেষ

ad