
ডেস্ক নিউজ : বিদ্যুতের পর এবার শিল্পখাতে বাড়লো গ্যাসের দাম। এক ধাপে শ্রেণীভেদে প্রায় আড়াইগুণ করা হয়েছে মূল্য। এখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকায় উন্নীত করা হয়েছে।
তবে চা শিল্প, সিএনজি ও খাতে গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। গ্যাসের নতুন মূল্য আগামী মাস থেকে কার্যকর হবে।
কিউটিভি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫৩