ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘জরুরি প্রয়োজনে’ বৈঠক করলেন যুক্তরাষ্ট্র-ইউক্রেন জেনারেল

Anima Rakhi | আপডেট: ১৮ জানুয়ারী ২০২৩ - ০১:১৩:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ‘জরুরি প্রয়োজনে’ ইউক্রেনের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল ভ্যালেরি জালুঝনির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর এটিই তাদের প্রথম সরাসরি বৈঠক।

মঙ্গলবার ইউক্রেনের সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের একটি অজ্ঞাত স্থানে তারা এই বৈঠক করেন। কয়েক ঘণ্টার এই বৈঠকে দুই দেশের কর্মকর্তারা নিজদের বিভিন্ন সামরিক বিষয় নিয়ে কথা বলেন।

মিলির মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেছেন, ‘দুই জেনারেল এক বছর ধরে নিয়মিত কথা বলছেন। তাদের ব্যক্তিগতভাবে দেখা করা গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে তারা একে অপরকে জানতে পেরেছেন।’

তিনি বলেন, ‘তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যে প্রতিরক্ষা রক্ষা ব্যবস্থা গড়ার চেষ্টা করছে সে সম্পর্কে বিশদভাবে কথা বলেছেন।’

বাটলার বলেন, আশা ছিল যে জালুঝনি এই সপ্তাহে ন্যাটো ও অন্যান্য প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে বৈঠকের জন্য ব্রাসেলসে যাবেন। কিন্তু যখন সোমবার পরিষ্কার হয়ে গেল যে, এটা ঘটবে না। তাই মিলি ও জালুঝনি দ্রুত সীমান্তের কাছে পোল্যান্ডে দেখা করার সিদ্ধান্ত নেন।

জালুঝনি বলেছেন, তিনি মিলির সাথে মঙ্গলবার তার বাহিনীর ‘জরুরি প্রয়োজন’ রূপরেখা দিয়েছেন।

দুই নেতা গত এক বছরে ইউক্রেনের সামরিক প্রয়োজনীয়তা এবং যুদ্ধের অবস্থা সম্পর্কে প্রায়শই কথা বলেছেন কিন্তু কখনও দেখা করেননি।

সূত্র : আল-জাজিরা।

কিউটিভি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৩

▎সর্বশেষ

ad