ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যুদ্ধ শুরুর আগে কেন জেলেনস্কির সঙ্গে গোপনে দেখা করেছিলেন সিআইএ পরিচালক?

Anima Rakhi | আপডেট: ১৮ জানুয়ারী ২০২৩ - ১২:৩৬:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার আগে এক গোপন সফরে কিয়েভ গিয়েছিলেন বলে নতুন করে  প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে।

নিউইয়র্ক-ভিত্তিক পত্রিকা ‘বিজনেস ইনসাইডার’ সোমবার ওই গোপন সফরের খবর জানিয়ে বলেছে, বার্নস ওই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে তাকে জানিয়েছিলেন যে, রাশিয়া তাকে হত্যা করার পরিকল্পনা করেছে।

এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে জেলেনস্কি মার্কিন সরকারের এই গোয়েন্দা রিপোর্টের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন যে, রাশিয়া তাকে হত্যা করার পরিকল্পনা করেছে। সে সময় তিনি আমেরিকার এই ধারণাও নাকচ করে দিয়েছিলেন যে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়। জেলেনস্কি সে সময় ‘আতঙ্ক ছড়ানোর’ জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিযুক্ত করেছিলেন।

ওই গোপন সফরে সিআইএ’র পরিচালক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, রাশিয়ার বিশেষ বাহিনী তাকে হত্যা করতে আসছে। এ সংক্রান্ত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিস্তারিত জেলেনস্কিকে জানানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন বার্নসকে কিয়েভে পাঠিয়েছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ক্রিস হুইপেল জানিয়েছেন।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করা এবং দেশটিকে নাৎসিমুক্ত করার লক্ষ্যে রাশিয়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। তখন থেকে এ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট অন্তত এক ডজন হত্যা প্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে গেছেন বলে কিয়েভ দাবি করেছে। সূত্র: বিজনেস ইনসাইডার

কিউটিভি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৬

▎সর্বশেষ

ad