বোর্নমাউথকে হারিয়ে উড়ছে ম্যানইউ

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:০৬:২৮ পিএম

ডেস্ক নিউজ : দুর্দান্ত সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তিক্ত অধ্যায় শেষে যেন উড়ছে দলটি। মঙ্গলবার রাতে তারা ওল্ড ট্র্যাফোর্ডে ৩-০ গোলে বোর্নমাউথকে হারিয়েছে তারা। প্রিমিয়ার লিগ টেবিলে পয়েন্টের হিসাবে নিউক্যাসেল ইউনাইটেডকে ছুঁয়েছে ম্যানইউ। 

প্রথমার্ধে গোল করেন কাসেমিরো। বিরতি থেকে ফিরে লুক শ দ্বিতীয় গোল করে ইউনাইটেডকে জয়ের পথ দেখান। তৃতীয় গোল হওয়ার আগে বেশ কিছু সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে ক্লাবের এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মার্কাস র‌্যাশফোর্ড স্কোর ৩-০ করেন।

২০১৭ সালের পর প্রথমবার কোনও গোল না খেয়ে টানা চারটি হোম লিগ ম্যাচ জিতলো ম্যানইউ। এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট তাদের। গোলব্যবধানে নিউক্যাসেলের চেয়ে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে তারা।

দিনের আরেক ম্যাচে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল গোলশূন্য ড্র করেছে নিউক্যাসেলের সঙ্গে। এই মৌসুমে প্রথমবার ঘরের মাঠে পয়েন্ট হারালো তারা। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করে গানাররা। তাতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির (৩৬) সঙ্গে আর্সেনালের (৪৪) ব্যবধান কমলো ৮ পয়েন্টে।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad