দুর্গাপুরে সাতদিন ব্যপি কমরেড মণি সিংহ মেলা শুরু

Rakhi Majumder | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ০৩:২২:১২ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ স্মরণে শুরু হয়েছে সাতদিন ব্যাপি কমরেড মণি সিংহ মেলা। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন, মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রবীণ রাজনীতিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী। উদ্বোধন পরবর্তি সর্বস্তরের অংশগ্রহনে মহান নেতার প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পন, বর্নাঢ্য র‌্যালী এবং স্থানীয় ও দেশ বরেন্য বুদ্ধিজীবী রাজনীতিবীদের অংশগ্রহনে, সিপিবি দুর্গাপুর শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সঞ্চালনায় প্রবীণ রাজনৈতিক দুর্গাপ্রসাদ তেওয়ারী‘র সভাপতিত্বে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় নেতা কমরেড মঞ্জুরুল আহসান খান, রুহিন হোসেন প্রিন্স, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, কমরেড মণি সিংহের একমাত্র পুত্র সমাজসেবক ডাঃ দিবালোক সিংহ, বাসদ কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা এমদাদুল হক মিল্লাত, নলিনী কান্ত সরকার, কমরেড মোস্তাক আহমেদ সহ স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামীলীগ, সিবিবি, কৃষক সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী এর নেতৃবৃন্দ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আওয়ামীলীগ নেতা মো. আলী আজগর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি‘র সভাপতি বীরেশ্বর চক্রবর্ত্তী, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আব্দুল হান্নান প্রমুখ।বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সুস্থ ধারায় রাজনীতি করার কোন পরিবেশ নাই। কথা বলা সহ ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নেয়া হয়েছে। মানুষ আর কতদিন এ ধরনের অত্যাচার সহ্য করবে। এ ধারা থেকে মুক্তি পেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টিতে যোগদেয়া সহ মহান নেতা কমরেড মণি সিংহের জীবনার্শের আলোকে জীবন গড়ার প্রত্যয়ে এগিয়ে আসার আহবান জানান।

 

কিউটিভি/ অনিমা/৩১.১২.২০২২/বিকাল ৩.২১

▎সর্বশেষ

ad