
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সামাজিক সংগঠন ‘সম্মিলিত প্রয়াস’ এর আয়োজনে বিজয় দিবস উপলক্ষে প্রবীণদের নিয়ে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন একাত্তরের আগে জন্মগ্রহণকারী খেলোয়াড়গণ। রবিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার বামুনিয়া ইউনিয়নের জব্বার মিয়ার মাঠে খেলায় অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু।
সংগঠনের সাধারন সম্পাদক সম্রাট এর সঞ্চালনায় গোমনাতী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এটিএম মোস্তফা লেবু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু, নীলফামারী সরকারী কলেজের প্রভাষক সোলায়মান আলী, ডোমার সরকারী কলেজের প্রভাষক মাহবুবুল ইসলাম সোহাগ, রংপুর পল্লী বিদ্যুত সমিতি-০২ এর প্রকৌশলী (আইটি) মিরাজ হোসাইন রিয়াজ, গোমনাতী কলেজের প্রভাষক গৌররাঙ্গ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। পঞ্চাশোর্ধ্বদের ফুটবল খেলা দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ জড়ো হন। ৪৫ মিনিটের খেলা রেফারির দ্বায়ীত্ব পালন করেন অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক প্রভাষক গৌররাঙ্গ চন্দ্র রায়। প্রীতি ফুটবল ম্যাচে ৪-০ গোলে একাত্তর একাদশকে পরাজিত করে বায়ান্ন একাদশ বিজয়ী হয়। বায়ান্ন একাদশের পক্ষে গোল করেন টিম লিডার চেয়ারম্যান মমিনুর রহমান, আজিজুল ইসলাম, প্রভাস রায়, শিক্ষক কনক চন্দ্র রায়। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি এবং সম্মিলিত প্রয়াস সংগঠনের নেতৃবৃন্দ।
কিউটিভি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪






