ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

জোড়া লাগানো শিশুকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন দম্পতি

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২২ - ০৫:২৯:১২ পিএম

ডেস্ক নিউজ :  সাভারে জন্ম নেওয়া জোড়া লাগানো দুই শিশুকন্যাকে কোলে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সেলিম-সাথী নামে এক দম্পতি। শিশু দুটিকে পৃথক জীবনে ফেরানোর জন্য অপারেশন ও চিকিৎসার জন্য অর্থ যোগাতে এ কাজ করছেন তারা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সাভার উপজেলা চত্বরের পাশে শিশু দুটিকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেলিম দম্পতিকে।  

ওই শিশুদের পরিবার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি দোহার থানার ওরঙ্গবাজ গ্রামে। সেলিম দোকানে গ্রিলের কাজ করেন। এ সময় তার সঙ্গে কথা হলে মো. সেলিম জানান, গত বছর ১৯ অক্টোবর সাভারের সুপার ক্লিনিকে জন্মগ্রহণ করে খাদিজা ও সুমাইয়া। নিম্নআয়ের সেলিম এক বছর ১০ দিন বয়সী দুই শিশুকে জন্মের পর থেকেই পৃথক করার জন্য দ্বারে দ্বারে অর্থের জন্য যাচ্ছেন। দুই জোড়া মেয়েকে নিয়ে পৃথক করতে যে অর্থের প্রয়োজন তার পক্ষে সেটা বহন করা সম্ভব না। ইতোমধ্যে শিশু দুটিকে সুস্থ রাখতে রাজধানীর শিশু হাসপাতালে বিভিন্ন সময়ে চিকিৎসা দিয়েছেন।

তিনি বলেন, আমার বাচ্চা দুটি ঢাকা মেডিকেল শিশু ওয়ার্ডের ৫ নম্বর বেডে ভর্তি আছেন। মোটামুটি আমার মেয়ে দুটি শরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখন দুইটা পরীক্ষা বাকি আছে। এই দুই পরীক্ষা শেষ হওয়ার পর তারপর অপারেশনের জন্য প্রস্তুতি নেবে ডাক্তার। এই সার্জারি অপারেশন সম্পূর্ণ করতে আমাদের অনেক টাকার প্রয়োজন। এক বছর হাসপাতালে থাকার কারণে জমানো সব টাকা শেষ হয়ে গেছে এবং ঋণও করতে হয়েছে। এখন টাকা না থাকায় আমরা এখন সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।

 

 

কিউটিভি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

▎সর্বশেষ

ad