ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বিমানের সিটের নিচে মিলল ৫৬ টি স্বর্ণের বার

Anima Rakhi | আপডেট: ১২ নভেম্বর ২০২২ - ০৪:৪২:১৯ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ছয় কেজি ওজনের ৫৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলো বিজনেস ক্লাসের একটি সিটের নিচে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকানো অবস্থায় ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ন পরিচালক (চট্টগ্রাম) সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঢাকা ও চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সকাল ৮ টা ২২ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি বিজি-১৪৮  ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবরতণ করলে যৌথ দল অভিযান কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে ফ্লাইটটির  বিজনেস ক্লাসের ০৪৭ সিটের নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। তবে ওই সিটে কোনো যাত্রী ছিল না।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সাইফুর রহমান আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাড়ে ছয় কেজি। বারগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান, বিজনেস ক্লাসের ওই  সিটে কোনো যাত্রী না থাকায় দ্য কাস্টমস এক্ট ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, মালিকবিহীন হলেও কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেংগা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউটিভি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

▎সর্বশেষ

ad