ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

গলা কেটে শিশুকে খুন করল বাবা

Anima Rakhi | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ - ০৪:০৬:৫৮ পিএম

ডেস্ক নিউজ : গাজীপুরের কালীগঞ্জে বাবার হাতে সোলাইমান নামে সাড়ে তিন বছরের শিশু খুন হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের জাংগালিয়া দক্ষিণপাড়ার মৃত আব্দুল খালেক শেখের বাড়িতে। 

স্থানীয়রা জানান, অবুজ শিশু সোলাইমানকে ব্লেড দিয়ে শ্বাসনালি কেটে নৃশংসভাবে হত্যা করেন বাবা। পরে অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে কাজলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

নিহতের মা শিরিনা আক্তার বলেন, আমার স্বামী পরিকল্পিতভাবে ছেলেকে খুন করেছে। পারিবারিক কলহের জেরে প্রায় সময়ই সে আমাকে মারধরসহ প্রাণে মারার চেষ্টা করে আসছিল। আমার ছেলে হত্যার বিচার চাই।

এ বিষয়ে নিহতের ছোট চাচা আলী আকবর শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। রাত ১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে যানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তার জেরে শনিবার রাতে স্বামী নূর মোহাম্মদ ওরফে কাজল তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে বলে তোর ছেলেকে খুন করে ফেলব। কিছুক্ষণ পর ছেলের গোংগানির শব্দ শুনে মা শিরিন ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলের রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। 

পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু ছেলে সোলাইমান শেখের গলাকাটা রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহমেদ বলেন, রোববার সকালে নিহত ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউটিভি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

▎সর্বশেষ

ad