ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আলপনা চৌধুরী’র কবিতাঃ প্রেম তুমি কি ?

superadmin | আপডেট: ০১ নভেম্বর ২০২২ - ১২:২০:৫৯ এএম

প্রেম তুমি কি ?

——————————————————-

প্রিয় তোমার প্রেমের পরশে,
আমায় কেন কাছে টানো?
কি আছে প্রেমে?
যা যৌবনের নিদারুণ মোহ-মায়ায় জড়ানো!
প্রেমের উত্তাল পথে_
প্রেমিকের দৃষ্টিতে যে
ভালোবাসার বৃষ্টি ঝরে,
প্রেমের দূর্বার পথে
প্রিয়ার বুকে কাঁপন ওঠে_
চোখে ফোঁটে জ‍্যোঁস্নাধারা!
যে প্রেমের শীতলতায় নিভে যায়,
আগুন পাখির ঝড়!

প্রেম তুমি তো এমনই_
নাকি তোমার ছোয়ায় আছে অসীম যন্ত্রণা,
আছে সীমাহীন লাঞ্ছনা আর গঞ্ছনা!
তবুও প্রিয়ার চোখের আড়াল হলে,
হ্নদয় ভেঙ্গে হয় খান খান
চুর্ণ-বিচুর্ণ হয় এই মাটির ধরা!
প্রিয়া তোমার মধুর বচনে
বুকে বাজে তোমার মোহনীয় কন্ঠের সুমধূর বিরহী বাঁশির সুর রাগিনী!

প্রেম মানে সিমাহীন দুঃখ কষ্ট,
সাথে নিয়ে বুকে চিতার আগুন!
প্রেম তুমি ছুটছো কি অদেখা কোন সুখের আশায়,
জীবনের শেষ প্রহরে এসে গুনছো কি তুমি,
জীবনের হিসেব এই অবেলায়?

প্রেমের মানে কি বুঝিনা আমি,
তবুও অবুঝ মন জানতে চায়,
নিদারুণ প্রেমের নিঃকন্টক সংঙ্গা হায়!
তবুও কেন মন রাঙালে তুমি,
আমি মরি তব একা জ্বলে পুড়ে,
ছাঁইচাপা আগুনের কড়াল উত্তাপে,
আমি অসহায় বেঁচে আছি যবে।
তবে যেনে রেখো,
আমি আর কভু প্রেমে পড়ছিনা তবে!

 

 

কবিঃ আলপনা চৌধুরী। নিয়মিত কাব্যচর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লেখালেখি করেন।এছাড়াও তিনি সাংবাদিক ও লেখিকা !  অন্যান্য মিডিয়ায়ও তাঁর সরব পদচারণা লক্ষ্য করা যায়।

 

 

 

 

বিপুল/৩১.১০.২০২২/ রাত ১১.৫৫

▎সর্বশেষ

ad