
ডেস্ক নিউজ : শরীয়তপুর-ঢাকা সড়কের জাজিরার জামতলায় মাইক্রোবাস উল্টে খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মা।রোববার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে জাজিরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষাণচর গ্রামের অ্যাডভোকেট রাশেদুল হক ও তার দেড় বছরের শিশুকন্যা মাইশা। গুরুতর আহত রাশেদুলের স্ত্রী মিলি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদুল হক শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী।
স্বজনরা জানান, কক্সবাজার ভ্রমণ শেষে ভোরে ঢাকা থেকে মাইক্রোবাসে করে ছোট মেয়ে ও স্ত্রীকে নিয়ে শরীয়তপুর যাচ্ছিলেন রাশেদুল হক। জাজিরার জামতলা সরু রাস্তায় আসার পর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে তাদের মাইক্রোবাসটি উল্টে খাদে পড়ে যায়।
কিউটিভি/অনিমা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪