ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

গভীর কূপে ১১ ঘণ্টা মাটিচাপা পড়ে থাকার পর জীবিত উদ্ধার

Anima Rakhi | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ - ০৩:৪৯:১৫ পিএম

ডেস্ক নিউজ : প্রায় ২৫ ফুট গভীর কূপে মাটি চাপা পড়েছিলেন আবুল হাসান (৩০)। দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পরে তাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রংপুরের বদরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার সকালে আবুল হাসানসহ ৪ জন শ্রমিক পৌর শহরের বালুয়াভাটা গ্রামে বাবলু দাশের বাড়িতে টয়লেটের কূপ খনন করতে যান। তারা ২৫-৩০ ফুট একটি কূপ খনন করে রিং বসাচ্ছিলেন। দুপুর ২টার দিকে পাশেই আরেকটি কূপ খনন করে তিনটি রিং বসানোর সময় মাটি ধসে পড়ে। এতে ২৫ থেকে ২৬ ফুট গভীর কূপের ভিতর আবুল হাসানের গলা পর্যন্ত মাটি-বালু চাপা পড়ে। বাড়ির মালিক ও তিন শ্রমিক তাকে উদ্ধারের চেষ্টা করেন। ৪ ঘণ্টা চেষ্টায় ব্যর্থ হলে তারা সন্ধ্যা ৬টার দিকে বদরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। ততক্ষণে আবুল হাসানের মাথা পর্যন্ত মাটি চাপা পড়ে। রাত ৮টা পর্যন্ত বদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে ব্যর্থ হলে রাত সাড়ে ৮টার দিকে ঘটনা স্থলে বাদশা মাসউদ আলমের নেত্বত্বে রংপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী। রাত ১০টার দিকে উদ্ধার কাজে যোগ দেন রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিনের নেত্বত্বে একদল কর্মী। ফায়ার সার্ভিস কর্মীদের শ্বাসরুদ্ধকর অভিযানে রাত ১২টায় ৫৬ মিনিটে জীবিত উদ্ধার হন আবুল হাসান। তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস কর্মীদেরকে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, থানার পুলিশসহ স্থানীয় জনগণ। বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন বলেন, আবুল হাসান ২৫ ফুট গভীরে এমনভাবে মাটি-বালু চাপায় ছিলেন তাকে জীবিত উদ্ধার করা খুবই কঠিন ছিল। কারণ কূপের ভিতর দাঁড়ানোর মতো জায়গা ছিল না। অনেকটাই ঝুঁকি নিয়ে আস্তে আস্তে করে চাপা পড়া মাটি-বালু সরিয়ে  সকলের সহযোগিতায় রাত ১টার দিকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শাকির মুবাশ্বির বলেন, আবুল হাসানের ইসিজি রিপোর্ট ভালো। তবে তার দুই পায়ে রক্ত চলাচল বন্ধ ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কিউটিভি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৯

▎সর্বশেষ

ad