ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ধাক্কা দিয়ে ঝগড়া লাগিয়ে চুরি করে তারা

Anima Rakhi | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ - ০১:২২:৫৭ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরায় চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উত্তরা হাউস বিল্ডিং এলাকার মাস্কট প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যাক্তিরা হলেন— মো. রহমত উল্লাহ হাওলাদার (২৬), সজল হালদার (২৬) ও মো. অন্তর হাসান সজীব (২৭)।

পুলিশ জানায়, চোরচক্রের ওই সদস্যরা উত্তরা ৭ নম্বর সেক্টরস্থ সোনারগাঁও সড়কের মাস্কট প্লাজার সামনে এক যাত্রীর মোবাইল চুরি করতে গেলে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

জানা যায়, বাসযাত্রীদের টার্গেট করে দীর্ঘদিন ধরেই কৌশলে মোবাইল ও টাকা-পয়সা চুরি করে আসছিল চক্রটি। গ্রেফতার সজল পেশায় ড্রাইভার, সজীব গার্মেন্টস শ্রমিক এবং জীবন সেনিটারি মিস্ত্রি বলে জানা গেছে। তারা প্রত্যেকেই দিনের বেলা চাকরি করে আর রাতের বেলায় চুরি করত বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এরা প্রথমে কোনো একজন যাত্রীকে ঘিরে দাঁড়ায়। এর পর যে কোনো একজন ধাক্কা দিয়ে ঝগড়া লাগায়। ঝগড়ার এক ফাঁকে বাকি দুজন তার পকেটে থাকা মোবাইল ফোন হাতিয়ে নেয়। ঝগড়া বাঁধিয়ে কৌশলে চুরি করে বিধায় তারা খুব একটা ধরা পড়ত না।

তিনি জানান, চোর চক্রটির কোনো সদস্য ধরা পড়লে তারা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, মুখে লালা-থুতু বের করাসহ হার্টঅ্যাটাকের ভান করত। ফলে কেউ তাদের ধরলেও ঝামেলার ভয়ে লোকজন এদের ছেড়ে দিত। আর সেই সুযোগে তারা চুরি চালিয়ে আসছিল।

এ ছাড়া চক্রটির এসব সদস্য এর আগেও একাধিকবার জেলও খেটেছেন বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। 

কিউটিভি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২২

▎সর্বশেষ

ad