
মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে নিজ জমিতে পানি দিতে গিয়ে রফিক নামের একজনের মৃতুৗ হয়েছে। জানা গেছে গতকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের নেহালগাঁও গ্রামের মৃত তোফাজ্জল ইসলামের একমাত্র পুত্র মোঃ রফিক ইসলাম(২৮) তার নিজ জমিতে সেচ কাজে ব্যবহারিত বিদ্যুৎ চালিত পাম্পে সুইচ দিতে গেলে সে বিদ্যুৎ র্ষ্পশে হয়ে মাটিতে লুটিয়ে পরে।
এর পর স্থানীয় লোকজন তাকে বোচাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বোচাগঞ্জ উপজেলা হাসপালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিব আল নোমান জানান, রফিক ইসলাম কে হাসপালে আনার পুর্বেই তার মৃত্যু হয়েছে।
কিউটিভি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৭