সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের ৪ জনই মারা গেলেন

Anima Rakhi | আপডেট: ২০ অক্টোবর ২০২২ - ১২:৩২:৩৯ পিএম

ডেস্ক নিউজ  : গাজীপুর মহানগরীর একটি ফিলিংস্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ সিরাজুল ইসলাম টুটুল (২৮) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজন মারা গেলেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে আজ সকালে সিরাজুল ইসলাম টুটুল নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউয়ের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিংস্টেশনে মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কাভার্ডভ্যান গ্যাস ভরতে যায়। ওই গাড়িতে শতাধিক খালি সিলিন্ডার ছিল। গ্যাস ভরার একপর্যায়ে বিকট শব্দে গাড়িতে আগুন ধরে গেলে মিঠুসহ পাঁচজন দগ্ধ হলে একজন ঘটনাস্থলেই মারা যান। 

পরে হাসপাতালে চিকিৎসাধীন গত শুক্রবার মিঠু মিয়া ও মঙ্গলবার মৃত্যু হয় আল আমিন নামে আরেকজনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

কিউটিভি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩২                                                                                                                                                                                                             

▎সর্বশেষ

ad