রাজার সম্মতিতে ভেঙে দেয়া হলো মালয়েশিয়ার সংসদ

Ayesha Siddika | আপডেট: ১০ অক্টোবর ২০২২ - ০৪:৩৯:১৯ পিএম
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ রি’আয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতিতে দেশটির সংসদ ভেঙে দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব। রাজার সম্মতিতে ভেঙে দেয়া হলো মালয়েশিয়ার সংসদ,স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) স্থানীয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ভাষণে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব। 
এ সময় তিনি বলেন, সাবাহ, সারাওয়াক, মেলাকা ও জহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ রাজ্যের বিধানসভা ভেঙে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে একযোগে ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার নিরপেক্ষ ভোট নিশ্চিত করা এবং খরচ বাঁচানোর পাশাপাশি জনগণের যাতে কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করার জন্য একই সময়ে সব স্থানে নির্বাচন পরিচালনা করা উচিত। মনোনয়ন এবং ভোটের তারিখসহ এ সংক্রান্ত অন্য বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান। 
এ ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি দৃঢ়, স্থিতিশীল সরকার গঠন নিশ্চিত করার জন্য জনগণের সমর্থন পাওয়াই এখন সবচেয়ে বড় বিষয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি। তার আশা, জনগণ তাদের ভোট দিয়ে এমন সরকার বেছে নেবে, যারা বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মালয়েশিয়ান পরিবারের ঐক্য ও সম্প্রীতি রক্ষা করবে এবং আগামী ২০২৩ সালের বাজেট বাস্তবায়ন পুনরায় শুরু করার মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে। 
ফেডারেল সংবিধানের ৪০(২)(বি) অনুচ্ছেদ এবং ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, সোমবার সংসদ ভেঙে দেয়ার বিষয়ে সম্মত হন রাজা। যার ফলে আগামী দুই মাস অর্থাৎ ৬০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এ উদ্যোগের মাধ্যমে ২০২৩ সালের ১৬ জুলাই স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হওয়ার আগেই দেশটির পার্লামেন্ট ভেঙে ১৫তম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত হলো মনে করছেন মালয়েশিয়ার শীর্ষ রাজনৈতিক নেতারা।

 

 

কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad