
ডেস্কনিউজঃ চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক অ্যানি এরনাক্স। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে ১১৯তম নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে।
পুরস্কার প্রদানকারী সংস্থাটি বলেছে, সাহসিকতা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শেকড় সন্ধান, বিরহ-বিচ্ছেদ আর সামষ্টিক সংযমের বিষয়টি তুলে এনেছেন অ্যানি এরনাক্স।
৮২ বছর বয়সী এ লেখকের সৃষ্টিগুলোর বেশিরভাগই আত্মজীবনীমূলক।
বিপুল/ ০৬.১০.২০২২/ বিকাল ৭.৩৭