স্নেহা আফরোজ সুইটি’র কবিতাঃ আমার দোষ আমি নারী

superadmin | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ - ০৬:২২:০৫ পিএম

 আমার দোষ আমি নারী
—————————–

আমার দোষ আমি নারী
আমি সদা ছলনাময়ী!

কালো মেয়ে ওমন সুন্দর ছেলেটা ওর স্বামী
নিশ্চয় ছলনা করে বিয়ে করেছে।

আমার দোষ আমি নারী
আমি চিকন, দেখতেও রোগা!

নিশ্চয় বোধয় খেতে পারে না ভালো মন্দ
গরীব তার মা-বাবা।

আমার দোষ আমি নারী
আমি দেখতে মোটা বলে
কতো মানুষের কতো কথা!

দেখলেই বলা শুরু মেয়েটা বোধয়
সারাক্ষণ শুধু খায়।

আমার দোষ আমি নারী
আমাকে জোরে কথা বলা যাবে না!

অট্ট হাসি ও বাবা এটা তো যাবেই না
লোকে শুনলে কি বলবে নির্লজ্জ মেয়ে একটা।

আমার দোষ আমি নারী
অল্পকথা বললে বলে অহংকারী!

চুপচাপ থাকলে লোকে বলবে
মেয়েটা নিশ্চয় মিষ্কা শয়তান।

আমার দোষ আমি নারী
সব অপরাধ সইতে হবে মুখ বুঝে!

প্রতিবাদ করলে আমি বেয়াদব
আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ালে আমি নারীবাদী।

আমার দোষ আমি নারী
সকল অন্যায় সহ্য করলে
সংসার টা টিকবে ভালো!

সুখ ততটুকুই থাকবে
অত্যাচারটা সইতে পারবো যতো।

আমার দোষ আমি নারী
ছেলে মেয়ে কথা শুনছে না
মায়ে খেয়েছে মাথা!

স্বামী করছে পরকীয়া
সেও আমারী ব্যর্থতা।

আমার দোষ আমি নারী
ভালোবাসা দিয়ে বেধে রাখতে পারিনি স্বামীকে!

যদি রাখতে পারতাম বেধে
তাহলে কি স্বামী যেতো অন্য মেয়ের কাছে।

আমার দোষ আমি নারী
চুল ছেড়ে বাহিরে গেলে
লোকে বলবে মেয়েটা বেপরোয়া!

পর্দা করলে বলে নামের পর্দা ওয়ালি
ঠিক দুদিন পর জানবে সবাই
করছে কুকীর্তি।

আমার দোষ আমি নারী
আমি নাচলে লোকে বলবে আমি নর্তকী!

আমি গান গাইলে বলবে বেয়াদব
আর………….!

কোনও ছেলের সঙ্গে কথা বললে তো কথাই নেই
কানাকানি শুরু মেয়েটার চরিত্রের নেই ঠিক।

কবি পরিচিতিঃ স্নেহা আফরোজ সুইটি, নীলফামারী জেলার,ডোমার থানায় বাস করেন। ছোট বেলা থেকে খুব দূরন্ত ও চঞ্চল প্রকৃতির সুইটি বর্তমানে নীলফামারী সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। লেখালেখির সাথে ২০১৬ সাল থেকে জড়িত। বেশ কিছু যৌথ কাব্যগ্রন্থ আছে ওনার। আজকের কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।

বিপুল/২৬.০৯.২০২২/সন্ধ্যা ৬.১০

▎সর্বশেষ

ad