রানীর মৃত্যুর শোক জানাতে জনসম্মুখে ‘রাজ দম্পতিরা’

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ১২:৩৪:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কমনওয়েলথ দিবসের পর এই প্রথমবারের মতো জনসাধারণের উপস্থিতিতে পুনরায় একত্রিত হয়েছেন প্রিন্স উইলিয়াম, কেট মিডলটন, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল ৷ ‘রানী দ্বিতীয় এলিজাবেথ’ এর মৃত্যু পরবর্তী শোকে উইন্ডসরে শোককারীদের রেখে যাওয়া কার্ড এবং ফুল দেখতে একত্রিত হয়েছিলেন এই দম্পতিরা।

kalerkanthoসদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তাদের দাদি ‘রানী দ্বিতীয় এলিজাবেথ’ মারা যাওয়ার ঠিক দুই দিন পরে এই পুনর্মিলনী ঘটেছ। নতুন প্রিন্স এবং প্রিন্সেস অফ ওয়েলস কালো পোশাক পরেছিলেন যা হ্যারি এবং মেগানের সঙ্গে মিলে গিয়েছিল। উইন্ডসর ক্যাসেলের ঠিক বাইরে শোককারীদের রেখে যাওয়া ফুলের ব্যবস্থা এবং কার্ডের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে তাদের।

kalerkanthoজনগণের দেয়া শোকবার্তা পড়েন রাজ দম্পতিরা

একটি ভিডিও অনুসারে, হ্যারি ও মেগান দম্পতি একটি কালো এসইউভির পেছনে উইলিয়ামের সঙ্গে এসেছিলেন। কেট যাত্রীর আসনে বসেছিলেন এবং হ্যারি ও মেগান পেছনে বসেছিলেন।

ছবিগুলোতে দেখায যায় যে উভয় দম্পতি ঘুরে বেড়াচ্ছেন, কার্ডগুলোতে বার্তাগুলো পড়ছেন যা শোকার্তরা রানির জন্য শ্রদ্ধা হিসেবে রেখেছিলেন। মেগানকে তাঁর স্বামী হ্যারিকে সান্ত্বনা দিতেও দেখা গেছে যখন সে তাঁর হাত হারির উপর রেখেছিল। হ্যারি এবং মেগানকে উইন্ডসর ক্যাসেলের বাইরে উইলিয়াম এবং কেটের সঙ্গে সারিবদ্ধ জনসাধারণকে শুভেচ্ছা জানাতেও দেখা গেছে।

kalerkanthoজনসাধারণকে শুভেচ্ছা জানান রাজ দম্পতিরা

দীর্ঘ সত্তর বছর রাজত্ব করার পর বৃটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ৯ সেপ্টেম্বর ব্যালমোরাল প্রাসাদে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

সূত্র : পিঙ্কভিলা

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৩

▎সর্বশেষ

ad