
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : ২০২২-২৩ মৌসুমে জয়পুরহাট চিনিকলের আখ রোপন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় এ আখ রোপন এর শুভ উদ্বোধন করেন বিএসএফআইসি এর ঢাকা সদর দপ্তরের অপারেটিং ডিরেক্টর কৃষিবিদ আশরাফ আলী।
এ সময় সদর উপজেলার রাঘবপুর ইক্ষু ক্রয় কেন্দ্রে আখ রোপন উদ্বোধনী ও মতবিনিময় সভায় জয়পুরহাট চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চিনিকলের জিএম কৃষি তারেক ফরহাদ, জিএম অর্থ সেলিম মিঞা, জিএম কারখানা পুলক কুমার সরকার, আখচাষী কল্যান সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার।
চলতি মৌসুমে জেলায় ৬ হাজার হেক্টর জমিতে ৮০ হাজার মেঃটন আখ চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে বলে সভায় জানান বক্তারা।
কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১






