ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ডোমার পৌরসভায় ১নং ওয়ার্ডে পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৫:৪১:০২ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের চান্দিনা পাড়া গ্রামে প্রায় ১২লক্ষ টাকা ব্যায়ে সিসি পাকা রাস্তা ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে। এলাকাবাসীর দির্ঘদিনের দাবী আজ তা পুরণ হওয়ায় সকলে অন্তত্য খুশি।

বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকাল ১০টায় আব্দুল খালেকের বাড়ি হতে আব্দুল বছেদের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন, ডোমার পৌরসভার সফল মেয়র বিশিস্ট সমাজ সেবক আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এ সময় পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান জুয়েল, ঠিকাদার অমিত কুমার দাস নয়ন, করিমুল ইসলাম, সমাজ সেবক অলিয়ার রহমান, মোফাজ্জল হোসেন মোফা, রশিদুল ইসলাম, বেলাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এলাকাবাসী গোলাম ফারুক বলেন, দীর্ঘদিন যাবত চান্দিাপাড়ার ওই রাস্তা না থাকার কারণে পরিবার পরিজন নিয়ে চরম দূর্ভোগ পোহাতে হয়েছিল।

বিশেষ করে বর্ষাকালে স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের দূর্ভোগ চরমে। হাটুপানি ও কাঁদাজল দিয়ে চলাচল করতে হয়। এবার জুয়েল ভাই কাউন্সিলর নির্বাচিত হওয়ায় পর পৌর মেয়রের সহায় আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। কাউন্সিলর মিজানুর রহমান জুয়েল বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষ কে সাথে নিয়ে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। আমি কাউন্সিলর হিসাবে নয় একজন সেবক হিসাবে জনগনের সুখে দুঃখে পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করে যেতে চাই। অবহেলিত এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূরণ করতে পারায় আমি আনন্দিত। এর জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

▎সর্বশেষ

ad