নরসিংদীর আমদিয়া থেকে গাঁজাসহ ৪ জন আটক 

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২২ - ১০:০৯:১৯ এএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর মাধবদীতে গাঁজাসহ চার মাদক ব্যাবসায়ী আটক ও মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে তাদের গ্রেফতার করা। র‌্যাব-১১ সিপিএসসি  নরসিংদীর ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানান।মঙ্গলবার বিকেল ৫টার দিকে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের কান্দাইল বাজারের জিন্নাত আলী ভুইয়া মার্কেট আর রহমান মেডিকেল কর্ণার নামক ঔষদের দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

এসময় ১২ কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটককৃতরা আসামীরা হলো, কুমিল্লার কোতয়ালি থানার সংরাইশ মধ্যপাড়ার মোঃ নোয়াব মিয়ার ছেলে মোঃ নাজিম  উদ্দিন,দ(৩৮), দাউদকান্দি থানার বিটেশ্বর কাটাপাড়া এলাকার মোঃ জয়নাল আবেদিনের ছেলে মোঃ রায়হান সরকার (২৬), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পুরিন্দা এলাকার মৃত কুদরত আলীর ছেলে স্বপন মিয়া ও পুরিন্দা এলাকার করিম হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন(৩৪)। এসময় আটককৃতদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা এবং মোঃ রায়হান সরকার এর কাছ থেকে  মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা টাকা, মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ৫০০ টাকা, ৪টি মোবাইল এবং ৫ সীমকার্ড জব্দ করা হয়। 

উল্লেখ্য যে, ধৃত আসামী নাজিম উদ্দিন (৩৮) এর নামে সিরাজগঞ্জ এর সলঙ্গা ও কুমিল্লা, নরসিংদীর মাধবদী ও পূবাইল থানায় ৩টি মাদক মামলা এবং ধৃত আসামী সাদ্দাম (৩৪) এর নামে সিরাজগঞ্জ এর সলঙ্গা ও কুমিল্লার চান্দিনা থানায় ২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আটককৃত আসামীরা পেশাদার আন্তঃজেলা চিহৃিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় তাদের ব্যাপক জনশ্রুতি আছে। তারা নিয়মিত কুমিল্লা থেকে মটর সাইকেল যোগে এসব মাদকদ্রব্য নিয়ে আসে এবং নরসিংদী ও বি-বাড়ীয়ার বিভিন্ন এলাকায় বিতরণ করে।

এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ৩০ আগস্ট মাধবদী থানাধীন কান্দাইল বাজার জিন্নাত আলী ভুইয়া মার্কেট আর রহমান মেডিকেল কর্ণার নামক ঔষদের দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ক্রয়- বিক্রয়ের সময় মটর সাইকেলসহ তাদের হাতেনাতে আটক করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
কিউটিভি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:০৯
▎সর্বশেষ

ad